এবার সাইকেলে করে থানা ভিজিটে এসে সাড়া ফেলে দিলেন জঙ্গিপুরের পুলিশসুপার। জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সূতি থানায় হঠাৎ চলে আসেন পুলিশ সুপার ভিজি সতীশ পশুমার্থী। সাধারণ পোশাকে প্রায় ৩৫ কিলোমিটার সাইকেল চালিয়ে পুলিশ সুপারের থানা ভিজিট কার্যত নজিরবিহীন। সাইকেল চালিয়ে হঠাৎ থানায় এসপির আগমন নিয়ে হুলস্থুল পড়ে যায়।
থানায় ভিজিটে এসে সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন পুলিশ সুপার। এরপর ঢুকে পড়েন থানা লাগোয়া চায়ের দোকানে। কথা বলেন বিভিন্ন পেশার মানুষের সঙ্গে। চা খেতে খেতে জানতে চান স্থানীয় যুবকদের সুবিধা-অসুবিধার কথা। পরে তিনি বলেন, ‘এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখাই আমার উদ্দেশ্য। এভাবে মানুষকে আশ্বাস দিতে চাই যে পুলিশ তাঁদের পাশে আছে। মানুষকে রক্ষার দায়িত্ব পুলিশের।’ পুলিশসুপারের সঙ্গে মুখোমুখি কথা বলতে পেরে খুশি এলাকার বাসিন্দারাও।