দ্রুত পদক্ষেপের পথে হাঁটল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। মহেশতলা, এগরা, বজবজ, দুবরাজপুর – একের পর এক প্রাণঘাতী বিস্ফোরণের ঘটনায় মাথাচাড়া দিয়েছে আতঙ্ক। এমন পরিস্থিতিতে রাজ্যের বাজি শিল্প নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যসচিবের নেতৃত্বে বিশেষ কমিটি গঠনের পরিকল্পনা করেছে নবান্ন। মন্ত্রিসভার বৈঠক শেষে রাজ্যের মন্ত্রী ফিরহাহ হাকিম জানিয়েছেন, মুখ্যসচিব এইচ কে দ্বিবেদীর নেতৃত্বে বিশেষ কমিটি গঠন হবে। মুখ্যসচিব ছাড়াও কমিটিতে থাকবেন অর্থ, দমকল, পরিবেশ, নগরোন্নয়ন ও স্বরাষ্ট্র দফতরের সচিবও। রাজ্যের কোন কোন জেলায় বাজি কারখানা রয়েছে, এর মধ্যে কোনগুলি আইনি ও কতগুলি অবৈধ কারখানা তা খতিয়ে দেখা হবে। কোন কারখানায় কত জন কাজ করেন তার খতিয়ানও তৈরি করবে এই কমিটি। দু’মাস পর মন্ত্রিসভার কাছে রিপোর্ট জমা করবে কমিটি। তা খতিয়ে দেখে নেওয়া হবে উপযুক্ত ব্যবস্থা।
উল্লেখ্য, এগরার বিস্ফোরণের পর থেকেই জেলায় জেলায় বেআইনি বাজির বিরুদ্ধে অভিযান চালাচ্ছে রাজ্য। তা নিয়ে বাজি ব্যবসায়ীদের একাংশের মধ্যে ক্ষোভ রয়েছে। আবার বাজি কারখানা পুরোপুরি বন্ধ করে দিলে বহু মানুষ কাজ হারাবে। সে কথা মাথায় রেখেই বাজি কারখানার ক্লাস্টার তৈরির পরিকল্পনা করেছে নবান্ন। এর জন্য প্রয়োজনে জমি দেখার ভার দেওয়া হয়েছে মুখ্যসচিবের নেতৃত্বাধীন কমিটিকে। সেখানে গ্রিন বাজির কারখানা তৈরির ব্য়বস্থা করা হবে। থাকবে উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা। যাতে কোনও বিপদ না ঘটে। সম্প্রতি এগরার বাজি কারখানায় বিস্ফোরণে ১২ জন, বজবজে ৩ জন প্রাণ হারিয়েছেন।