শুক্রবার রাতে ২০০০ টাকার নোট নিয়ে বড় ঘোষণার পরই দেশজুড়ে হইচই পড়ে যায়। সেদিন বিজ্ঞপ্তি দিয়ে আরবিআই-এর তরফে জানানো হয়, কারও কাছে ২০০০ টাকার নোট থাকলে ৩০ সেপ্টেম্বরের মধ্যে তা ব্যাঙ্কে জমা করে ফেলুন। একবারে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত জমা করা যাবে। যার ফলে নতুন করে ‘নোটবন্দি’র জুজু দেখতে শুরু করেছিল দেশবাসী। এই পরিস্থিতিতে জনসাধারণকে আশ্বস্ত করে সোমবার রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই)-এর গভর্নর শক্তিকান্ত দাস জানালেন, ২০০০ টাকার নোট বদল নিয়ে হুড়োহুড়ি করার কোনও দরকার নেই। নোট বদলের সময়সীমা ৩০ সেপ্টেম্বরে শেষ হয়ে যাওয়ার পরেও ২০০০ টাকার নোট বেআইনি হবে না।
সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি আরবিআই গভর্নর বলেন, ‘এই সময় ব্যাঙ্কে ভিড় করার কোনও প্রয়োজন নেই। আপনার কাছে নোট বদলের জন্য চার মাস সময় আছে।’ এই প্রসঙ্গে বলতে গিয়েই তিনি জানান, ৩০ সেপ্টেম্বরের পরেও ২০০০ টাকার নোট ‘অবৈধ’ হয়ে যাবে না। তবে নোট বদলের জন্য ৩০ সেপ্টেম্বরের সময়সীমা বেঁধে দেওয়া কেন, এই প্রশ্নের উত্তরে গভর্নরের যুক্তি, জনগণ যাতে এই বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখে, তার জন্যই এমনটা বলা হয়েছে। দেশের শীর্ষ ব্যাঙ্কের সর্বোচ্চ পদাধিকারীর তরফে গোলাপি নোট বাতিল নিয়ে এমন বিবৃতি এই প্রথম দেওয়া হল।