কিছুদিন আগেই সিউড়ির সভা থেকে লোকসভা ভোটে বাংলায় ৩৫ আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। কিন্তু রাজ্যে সংগঠনের দশা এতটাই বেহাল যে নিজেদের জেতা আসন ধরে রাখতেই এখন নাজেহাল অবস্থা গেরুয়া শিবিরের। এবার যেমন রাজ্য বিজেপির কার্যনির্বাহী বৈঠকে দলের বর্তমান নেতৃত্বকে কার্যত তুলোধোনা করলেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দলের ওপরের তলার সঙ্গে নিচু তলার সংযোগের অভাবের কথা তুলে ধরে কড়া সমালোচনা শোনা গিয়েছে তাঁর গলায়। বৈঠকে উপস্থিত ভারপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল তার আগে সাংগঠনিক দুর্বলতা প্রসঙ্গে বলতে গিয়ে ‘ছুৎমার্গ’ রেখে সংগঠন করলে জেলা সভাপতিদের বদল করার হুঁশিয়ারি দেন।
মোদী সরকারের নবম বর্ষপূর্তি উপলক্ষে দেশব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে রাজ্য জুড়ে কর্মসূচির প্রস্তুতি নিতে রবিবার জাতীয় গ্রন্থাগারের ভাষা ভবনে বিজেপির রাজ্য কার্যনির্বাহী বৈঠক ছিল। সূত্রের খবর, সেই বৈঠকে দিলীপ দলের বর্তমান অবস্থা নিয়ে খেদ প্রকাশ করেন। তিনি জানান, দলের সংগঠন কাগজে-কলমে হচ্ছে। মণ্ডল স্তরে সংগঠন নেই। অঞ্চল কমিটি হয়েছে কিন্তু লোক নেই। তাঁর সংযোজন, দলের মোর্চাগুলিকে কাজে লাগানো হচ্ছে না। মূল দলের সঙ্গে তাদের কোনও বোঝাপড়া নেই। সূত্রের খবর, বৈঠকে দলের জেলা স্তরের সংগঠন নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। তাঁর দাবি, জেলার পদাধিকারীদের নিয়ে বৈঠক ডাকলে চার-পাঁচ জনের বেশি উপস্থিত থাকেন না। পরে দিলীপ বলেন, ‘উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে জেলায় জেলায় ঘুরে আমার যা অভিজ্ঞতা হয়েছে, সেটাই বলেছি। দলের যেখানে ভুল-ত্রুটি হচ্ছে, সেটা ধরিয়ে দিয়েছি। নতুন ছেলেরা দায়িত্ব পেয়েছে, তাদের তো অভিজ্ঞতা কম। ওদের প্রশিক্ষণ দিতে হবে।’