বিজেপি শাসিত আসামে এবার স্কুল শিক্ষিকাদের জন্য নয়া নির্দেশ জারি হল। এবার আর জিন্স, টি শার্ট বা লেগিংস পরে স্কুলে আসা যাবে না। এবার সরকারি স্কুলের সমস্ত শিক্ষিকাকে বাধ্য়তামূলকভাবে শাড়ি পরে স্কুলে আসতেই হবে। এদিকে এই নির্দেশিকায় বলা হয়েছে, শুধুমাত্র শাড়ি পরে আসলেই হবে না শাড়ির রং যাতে চকচকে না হয় সেটাও খেয়াল রাখতে হবে শিক্ষিকাদের। কিন্তু কেন এই নির্দেশিকা?
শিক্ষা দফতর সূত্রে খবর, আসলে শিক্ষিকাদের একাংশ নিজেদের পছন্দ মতো পোশাক পরে স্কুলে আসেন। পড়ুয়াদের যদি ড্রেস কোড থাকে তবে শিক্ষিকাদের কেন নির্দিষ্ট ড্রেস কোড থাকবে না?
মূলত রুচিসম্মত ও মার্জিত পোশাক পরার উপরেই জোর দেওয়া হচ্ছে। আর যাঁরা এই নির্দেশ মানবেন না তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।
মোটের উপর জিন্স, লেগিন্স সহ অন্যান্য় পোশাক পরে স্কুলে এলে সমাজে একটা বিরুপ প্রভাব পরতে পারে। সেকারণেই এবার শাড়ি পরে স্কুলে আসার নির্দেশ দেওয়া হয়েছে।