‘লাভ জেহাদ’ নিয়ে দিনরাত গলা ফাটাচ্ছে হিন্দুত্ববাদীরা! দেশের একাধিক রাজ্যে লাভ জেহাদ বিরোধী আইনও এনেছে বিজেপি। অথচ সেই বিজেপিরই এক নেতা ধুমধাম করে নিজের মেয়ের বিয়ে দিচ্ছেন এক মুসলিম পাত্রের সঙ্গে! এ খবর জানাজানি হতেই দক্ষযজ্ঞ বেঁধে গিয়েছে উত্তরাখণ্ডে। হিন্দুত্ববাদীদের নিশানায় ওই গেরুয়া শিবিরেরই নেতা। অবিলম্বে বিয়ে বন্ধ না করলে তা ভণ্ডুল করে দেওয়ার হুমকিও দেওয়া হয়। শেষে বাধ্য হয়ে বিয়ে আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
উত্তরাখণ্ডের পাউরি অঞ্চলের বিজেপি নেতা যশপাল বেনামকে ঘিরেই শুরু হয়েছে এই বিতর্ক। অপরাধ বলতে একটাই, তিনি মেয়ের বিয়ে ঠিক করেছেন এক মুসলিম যুবকের সঙ্গে। হিন্দু হয়েও কেউ তিনি এমন কাজ করলেন, সে প্রশ্ন তুলেই তাঁর বিরুদ্ধে সরব হয়েছেন হিন্দুত্ববাদীরা। এমনকী ভৈরব সেনা নামের একটি উগ্র হিন্দুত্ববাদী সংগঠন এবং বজরং দল তাঁর কুশপুতুলও পুড়িয়েছে। লাভ জেহাদের অভিযোগে সাম্প্রতিক কালে বারেবারেই সুর চড়িয়েছে হিন্দুত্ববাদী সংগঠনগুলি। এক্ষেত্রেও উঠে এসেছে সেই লাভ-জেহাদ তত্ত্ব।
জানা গিয়েছে, ওই বিজেপি নেতার মেয়ে লখনউ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। সেখানে থাকাকালীন এক মুসলিম সহপাঠীর সঙ্গে তাঁর সম্পর্ক হয়। সেই প্রেমিকের সঙ্গেই এবার গাঁটছড়া বাঁধতে চান তিনি। আগামী ২৮ মে স্থানীয় একটা রিসোর্টে বিয়ের আয়োজনও হয়। তাতে বিজেপি এবং কংগ্রেস দুই শিবিরেরই বহু নেতা আমন্ত্রিত। বাবা হিসেবে ওই নেতাও মেয়েকে এতদিন সমর্থন জুগিয়ে আসছিলেন। নিজের মুখে বলেছিলেন, “সবকিছুকে ধর্মের চশমা দিয়ে দেখা ঠিক নয়। এক্ষেত্রে ধর্ম আমার কাছে গুরুত্বপূর্ণ নয়’।