বছর ঘুরলেই দেশে লোকসভা নির্বাচন। আর তার আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমারদের উদ্যোগে শুরু হয়ে গিয়েছে বিরোধী জোটের সলতে পাকানোর কাজ। রবিবারই যেমন দিল্লিতে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ। আর এবার তিনি দেখা করতে চলেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে। এদিকে, মঙ্গলবার কলকাতায় এসে তৃণমূল নেত্রীর সঙ্গে দেখা করবেন কেজরিওয়াল। ইতিমধ্যে বিরোধী ৪ নেতার সঙ্গে তৃণমূল সুপ্রিমোর সাক্ষাৎ হয়ে গিয়েছে।
প্রসঙ্গত, আমলাদের নিয়োগ ও বদলি নিয়ে দিল্লি প্রশাসনের হাত থেকে বিশেষ ক্ষমতা কেড়ে নিতে নয়া অর্ডিন্যান্স জারি করেছে কেন্দ্র। সংসদের পরবর্তী অধিবেশনে তা পেশ এবং পাশ করানো লক্ষ্য। আর তা রুখতেই সমস্ত বিরোধী দলকে একজোট করার উদ্দেশে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল তাঁদের দ্বারস্থ হচ্ছেন। রবিবার দিল্লিতে নিজের বাসভবনে তার সূচনা করে দিয়েছেন। এনডিএ জোট ছেড়ে বেরিয়ে আসা বর্ষীয়ান নেতা নীতীশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। মঙ্গলবার একই কারণে কলকাতায় আসছেন।
এদিকে, নীতীশ এবার যাচ্ছেন কংগ্রেস মল্লিকার্জুন খাড়গের কাছে। বিরোধী জোটের রাশ নিজেদের হাতে রাখতে চায় কংগ্রেস, এমন অভিযোগ একাধিকবার শোনা গিয়েছে অন্যান্য বিরোধী নেতা-নেত্রীদের মুখে। তা নিয়ে বিস্তর ক্ষোভ উগড়ে দিয়েছে তৃণমূলও। সম্প্রতি কর্ণাটকে কংগ্রেস সরকারের শপথ অনুষ্ঠানে ব্রাত্য ছিল আপ, ভারত রাষ্ট্র সমিতির মতো কয়েকটি বিরোধী দল। রাজনৈতিক মহলের একাংশের মত, কেজরিওয়াল, কেসিআরদের তেমন গুরুত্ব দিচ্ছে না কংগ্রেস। আর সেই জায়গা থেকেই সম্ভবত কেজরি ও খাড়গের মধ্যে দৌত্য করছেন নীতীশ কুমার।