পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যজুড়ে জনসংযোগ যাত্রায় বেরিয়ে ছিলেন তিনি। তবে আচমকাই সিবিআই-এর তলবে ছেদ পড়েছিল তাঁর ৬০ দিনের একটানা কর্মসূচিতে। তবে বাঁকুড়ার ওন্দায় নবজোয়ার যাত্রা মাঝপথে বাতিল করে কলকাতায় ফেরার আগেই স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, সোমবার সেই বাঁকুড়া থেকেই ফের শুরু করবেন তৃণমূলে নবজোয়ার যাত্রা। যেমন কথা তেমন কাজ। আজ সোমবারই ফের বাঁকুড়ায় যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার নবজোয়ার যাত্রায় থাকার সময়েই কুন্তল ঘোষের চিঠির প্রেক্ষিতে ২৪ ঘণ্টারও কম সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলকাতায় নিজাম প্যালেসে হাজিরা দিতে বলেছিল সিবিআই। তার জেরে দলীয় কর্মসূচি থামিয়ে সেদিনই কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিলেন অভিষেক। কর্মী-সমর্থকদের মনোবল অটুট রাখতে তাঁর হয়ে সেদিন ভার্চুয়াল মাধ্যমে সভায় বক্তৃতা দিয়েছিলেন স্বয়ং তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, শনিবার ১১টা বাজার আগেই নিজাম প্যালেসে হাজির হয়ে গিয়েছিলেন অভিষেক। টানা প্রায় ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সিবিআই দফতর থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। দাবি করেছিলেন, এই ৮ ঘণ্টা ৪০ মিনিটের জিজ্ঞাসাবাদের ফলাফল বৃহৎ ‘অশ্বডিম্ব।’ নবজোয়ার যাত্রায় মানুষের ভিড় দেখে ভয় পেয়েই তাঁকে আটকাতে সিবিআই দিয়ে ডেকে পাঠিয়ে হেনস্থা করা হচ্ছে। অভিষেক প্রকাশ্যে এই চ্যালেঞ্জও জানিয়েছিলেন, ‘আমার বিরুদ্ধে প্রমাণ থাকলে আমায় গ্রেফতার করুন।’
কেন্দ্রের বিজেপি সরকারের অঙ্গুলিহেলনেই তাঁকে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে ধমকানো হচ্ছে দাবি করে তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড বলেছিলেন, দিল্লির পোষা কুকুর নয়, বরং বাংলার রয়্যাল বেঙ্গল টাইগার হয়েই থাকবেন তিনি। সেদিনই দশগুণ বেশি উদ্যমে সোমবার থেকে নবজোয়ার যাত্রায় ফের ঝাঁপিয়ে পড়বেন বলে ঘোষণা করেছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। সেই মতোই সোমবার ফের বাঁকুড়া যাওয়ার কথা রয়েছে অভিষেকের।
সূত্রের খবর, সোমবার দুপুর তিনটে নাগাদ চপারে করে প্রথমে বাঁকুড়ার ইন্দাসে গিয়ে পৌঁছাবেন তিনি। সেখান থেকে তাঁর যাওয়ার কথা বিষ্ণুপুর এবং জয়পুরে। গতকাল রবিবার, অভিষেকের আসার আগে প্রস্তুতি নিশ্চিত করতে তৃণমূলের বিষ্ণুপুরের নেতা-কর্মীরা দফায় দফায় বৈঠক করেছেন। বড়জোড়ার তৃণমূল বিধায়ক তথা বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি অলোক মুখোপাধ্যায়ের দাবি, আগে যদি কর্মসূচিতে দশ হাজার লোক হত, সেখানেই অভিষেকের সিবিআই দফতরে হাজিরা দেওয়ার পর জনপ্লাবন হবে।