আজ, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৩২তম মৃত্যুবার্ষিকী। বাবার প্রয়াণদিবসে তাঁকে নিয়ে আবেগঘন পোস্ট করলেন পুত্র রাহল। কংগ্রেস নেতার পোস্টে ঝরে পড়ল প্রয়াত বাবার প্রতি অপার ভালবাসা ও শ্রদ্ধা। লিখলেন, “বাবা, তুমি আমার সঙ্গেই আছ। প্রেরণা হয়ে, স্মৃতিতে, সব সময়!” পাশাপাশি রাজীব গান্ধীকে নিয়ে তৈরি একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। এদিন সকালে বীরভূমিতে প্রাক্তন প্রধানমন্ত্রীর সমাধিস্থলে গিয়ে তাঁকে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধাও জানান রাহুল। তাঁর সঙ্গে ছিলেন বোন প্রিয়াঙ্কা গান্ধী। শ্রদ্ধা জানান সোনিয়া গান্ধী ও কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গেও।
প্রসঙ্গত, উল্লেখ্য, ১৯৪৪ সালের ২০শে আগস্ট জন্মগ্রহণ করেন রাজীব গান্ধী। তিনি ছিলেন দেশের ষষ্ঠ প্রধানমন্ত্রী। ১৯৮৪ সালে মা ইন্দিরা গান্ধী দেহরক্ষীর হাতে নিহত হলে মাত্র ৪০ বছর বয়সে দেশের মসনদে বসেন। তিনিই দেশের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী। ১৯৮৯ সালের ২রা ডিসেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন রাজীব। ১৯৯১ সালের ২১শে মে তামিলনাড়ুর শ্রীপেরেমবুদুরের জনসভায় এক আত্মঘাতী হামলায় আকস্মিক মৃত্যু ঘটে তাঁর।