‘এটা কি জমিদার বাড়ির লেঠেল নাকি? সিবিআই কি লেঠেল?’ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠানোর ঘটনায় সিবিআইকে ঠিক এই ভাষাতেই নিশানা করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর স্পষ্ট কথা, ‘যার ত্রিসীমানায় অভিষেক নেই। শুধমাত্র কথার জাগলারিতে জড়িয়ে দেওয়া হল। অকারণে কেন ডাকা হবে? ডাকতেই যদি হয় তাহলে সারদা মামলায় সুদীপ্ত সেন আদালতে যে চিঠি দিয়েছে, তাতে শুভেন্দুকে কেন ডাকছে না? অভিষেক হলে আগে নোটিস হয়! আর শুভেন্দু হলে শুনতে পাও না? এটা কী করে হয়? কুন্তল তো কোনও অভিযোগ আনেনি। সুদীপ্ত সেন তো অভিযোগ করেছে!’
প্রসঙ্গত, কুন্তল ঘোষের চিঠি মামলায় বিচারপতি অমৃতা সিনহা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদে অনুমতি দেওয়ার পরই শুক্রবার অভিষেককে নোটিস পাঠায় সিবিআই। গতকাল দুপুর আড়াইটে নাগাদ নোটিস পাঠানো হয় তাঁকে। শনিবার নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ। শনিবার সকাল ১১টায় নিজাম প্যালেসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে হাজিরা দিতে বলা হয়েছে। যারপরই নবজোয়ার যাত্রার মাঝপথে শুক্রবারই কলকাতা ফিরছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড। অভিষেকের বদলে শনিবার বাঁকুড়ার পত্রসায়রের তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে যোগ দেবেন স্বয়ং দলনেত্রী। জনসভায় ভার্চুয়ালি থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়।