রাজ্যজুড়ে ফের ঊর্ধ্বগামী হতে চলেছে তাপমাত্রার পারদ। পাশাপাশি, পাল্লা দিয়ে বাড়বে আর্দ্রতা। দক্ষিণবঙ্গে আজ কমবে বৃষ্টির সম্ভাবনা ও পরিমাণ। রবি ও সোমবার বাড়বে গরমে। মঙ্গলবার থেকে ফের রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাসের কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর। উড়িষ্যা-সংলগ্ন কিছু জেলায় আজ বিকেলের দিকে দমকা হাওয়া ও বৃষ্টির সামান্য সম্ভাবনা। পশ্চিমের জেলায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বেশি থাকবে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গেও আজ তাপমাত্রা কিছুটা বাড়তে চলেছে। সঙ্গে অত্যধিক জলীয় বাষ্প থাকায় দিনভর ঘেমেনেয়ে উঠবে দক্ষিণবঙ্গবাসী। তবে নতুন করে রাজ্যে কোনো জেলায় আপাতত তাপপ্রবাহের কোনও সতর্কতা নেই। শনিবার বিকেল পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং হালকা ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কোচবিহার ও আলিপুরদুয়ার জেলাতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
প্রসঙ্গত, উত্তরবঙ্গের আট জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হালকা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের পূর্বাভাস রয়েছে। সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। গতকাল নিকোবর দ্বীপে ঢুকে পরেছে মৌসুমী বায়ু। আগামিকাল দুপুরের মধ্যে গোটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ মৌসুমী বায়ুর কবলে পড়বে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর জন্য অনুকূল পরিস্থিতি দক্ষিণ বঙ্গোপসাগর দক্ষিণ আন্দামান সাগর এবং নিকোবর দ্বীপপুঞ্জ এলাকায়। আন্দামানে আগাম হলেও কেরলে দেরীতে বর্ষা। নির্ধারিত সময়ে পয়লা জুন বর্ষা ঢোকে কেরলে। এই মরসুমে বর্ষা কেরলে আসবে ৪ঠা জুন। অর্থাৎ এবছর বর্ষা দেরিতে ঢুকছে বলে জানিয়ে দিল মৌসম ভবন। বঙ্গে বর্ষা কবে, তা পরে জানানো হবে। আগে উত্তরবঙ্গে বর্ষা আসবে। তার অল্প কিছুদিন পরে বর্ষা প্রবেশ করবে দক্ষিণে৷ মঙ্গলবার থেকে আবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। মঙ্গলবার থেকে আরও একটা স্পেলে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গল ও বুধ ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টি পেতে পারে প্রায় সব জেলা। আজ আংশিক মেঘাচ্ছন্ন আকাশ। থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। পাশাপাশি জলীয় বাষ্পের জন্য পরিস্থিতি খুব অসহনীয় হয়ে উঠলে বিকেলের দিকে বিক্ষিপ্তভাবে এক পশলা বৃষ্টিতে ভিজতে পারে শহর।