কথাটা তিনি আগেও বলেছেন। ফের বললেন প্রবীণ বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। বলেছেন, দেশের যোগ্য প্রধানমন্ত্রী হতে পারেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দূরদৃষ্টি এবং সাহস, দুই-ই আছে।
আরও জানিয়েছেন, তৃণমূল নেত্রীর সঙ্গে তাঁর ভালই যোগাযোগ আছে। দিন দশ আগেও তাঁদের মুখোমুখি কথা হয়েছে জানিয়েছেন এই নেতা। বিষয় ছিল ২০২৪ এর লোকসভা ভোট। স্বামী বলেন, দেশে শক্তিশালী বিরোধী পক্ষ দরকার।
বিজেপির প্রাক্তন সাংসদ স্বামীর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্ক প্রথম থেকেই খারাপ। নোটবন্দি, তড়িঘড়ি জিএসটি চালু সহ মোদী সরকারের একাধিক ইস্যুতে বিরোধীদের সুরেই গলা চড়িয়েছেন তিনি। তাঁর কথায়, অর্থনৈতিক ক্ষেত্রে মোদী সরকার সবচেয়ে ব্যর্থ।
কলকাতায় একটি বণিক সভার অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন স্বামী। সেখানে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী পদে যোগ্য নেতা বলার পর নিজের বক্তব্যের ব্যাখ্যা দেন।
সুব্রহ্মণ্যম স্বামী বলেন, মমতা যেভাবে কমিউনিস্টদের বিরুদ্ধে লড়াই করে তাদের ক্ষমতাচ্যুত করেছেন তা অত্যন্ত প্রশংসনীয়।
নরেন্দ্র মোদী এবং গৌতম আদানি প্রসঙ্গও আসে আলোচনায়। আদানি ইস্যু প্রধানমন্ত্রী কেমন সামলেছেন সেই প্রশ্নে স্বামীর জবাব, সঠিক সিদ্ধান্ত হতে পারত প্রধানমন্ত্রীর পদত্যাগ।
মোদী জমানায় সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়েও সরব হন এই বিজেপি নেতা। বলেন, প্রধানমন্ত্রীর অফিসের একজন যুগ্ম সচিব সাংবাদিকদের বলে দেন কোন খবরটা কেন প্রচার করতে হবে। খবরের সঙ্গে বিজ্ঞাপনের সম্পর্ক জড়িয়ে গিয়েছে।