শুক্রবার প্রকাশ পেয়েছিল মাধ্যমিক পরীক্ষার ফলাফল। আর আজ, শনিবার প্রকাশিত হল হাই মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার ফলাফল। রাজ্যে হাই মাদ্রাসা পরীক্ষায় প্রথম হয়েছে মুর্শিদাবাদের ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসার ছাত্র আসিফ ইকবাল। ইতিমধ্যেই টুইট করে ৩টি পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় এবারে হাই মাদ্রাসা পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৫ হাজার ২০৬ জন। তাদের মধ্যে পাশ করেছে ৩১ হাজার ১৪ জন। পাশের হার ৮৮.০৯ শতাংশ। ছাত্রীদের পাশের হারের (৮৭.১২ %) তুলনায় ছাত্রদের পাশের হার (৯০.০২ %) বেশি।
উল্লেখ্য, এবছর মুর্শিদাবাদ জেলা থেকে হাই মাদ্রাসার পরীক্ষায় বসেছিল ১৩ হাজার ৯১৬ জন ছাত্রছাত্রী। এর মধ্যে ছাত্র ছিল ৪ হাজার ৪৯৭ জন। ছাত্রী ছিল ৯ হাজার ৪১৬ জন। এই বছরের আলিম পরীক্ষায় পাশের হার ৯০.৬৯ শতাংশ। ফাজিল পরীক্ষায় পাশের হার ৯১.১৫%। শনিবার একটি টুইট বার্তায় সমস্ত পরীক্ষার্থীকে শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। “হাইমাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ সকল পরীক্ষার্থীকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আগামী দিনগুলো তোমাদের সাফল্যের সঙ্গে পূর্ণ হোক”, টুইটে লিখেছেন মুখ্যমন্ত্রী।