কোভিড অতিমারীর প্রকোপ সামলে বাংলার আবাসন শিল্পকে উন্নীত করত একাধিক পদক্ষেপ নিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবং তার সুফলও মিলেছে হাতেনাতে। বাংলার আবাসন শিল্প নতুন করে অক্সিজেন পাচ্ছে। স্ট্যাম্প ডিউটিতে দু’শতাংশ ও সার্কেল রেটে ১০ শতাংশ ছাড় ঘোষণা করেছিল রাজ্য। ফ্ল্যাট বিক্রির পরিসংখ্যান বলে দিচ্ছে, রাজ্যের গৃহীত পদক্ষেপের সুফল পেতে আরম্ভ করেছে বাংলার আবাসন শিল্প। সাম্প্রতিক এক রিপোর্ট বলছে, ২০২২-২৩ অর্থবর্ষে কলকাতায় ১০ হাজার ৬৬০ কোটি টাকা মূল্যের ফ্ল্যাট বিক্রি হয়েছে।
পাশাপাশি, টাকার অঙ্কের নিরিখে বৃদ্ধির হার ৩৮ শতাংশের বেশি। ফ্ল্যাটের সংখ্যার নিরিখে বৃদ্ধি হার ৩১ শতাংশ। ২০২২ সালের মার্চ পর্যন্ত সংশ্লিষ্ট অর্থ বছরে কলকাতায় ফ্ল্যাট বিক্রি হয়েছিল ১৬ হাজার ৩৯২টি। গত মার্চ অবধি এক বছরে তা বৃদ্ধি পেয়ে ২১ হাজার ৪১৫ তে পৌঁছে গিয়েছে। বাংলার আবাসন ব্যবসায়ীরা, এই ব্যবসায় উৎফুল্ল। তাদের বক্তব্য, গত কয়েক বছরের হিসেবে এত ফ্ল্যাট বিক্রি আগে হয়নি। রাজ্য সরকারের আর্থিক ছাড় সংক্রান্ত পদক্ষেপ বিক্রি বাড়ার অন্যতম কারণ বলেই মনে করছেন তাঁরা।