আগামী সোমবার, একাধিক দাবিদাওয়া ও প্রতিবাদ নিয়ে সোমবার ১২ ঘণ্টার বাংলা বন্ধের ডাক দিয়েছেন আদিবাসীরা। রাজ্যজুড়ে সরকারি কার্যালয় অচল করে দেওয়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আর সপ্তাহের প্রথম দিন সেই বন্ধ রুখে কর্মসংস্কৃতি বজায় রাখতে তৎপর নবান্ন। শনিবার বিশেষ বিজ্ঞপ্তি জারি করে সোমবার সরকারি দপ্তরগুলিতে উপস্থিতি বাধ্যতামূলক করা হল রাজ্যের মূল প্রশাসনিক দপ্তরের তরফে। জারি হয়েছে একাধিক বিধিনিষেধ। শনিবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, সোমবার সমস্ত সরকারি অফিসে কর্মীদের হাজির থাকতেই হবে। ওইদিনের ছুটি কোনও ক্যাজুয়াল লিভ হিসেবে গণ্য হবে না। এমনকী অর্ধদিবস ছুটিও গ্রাহ্য হবে না। নিজস্ব দপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করতে হবে কর্মীদের। ওইদিন অনুপস্থিত থেকে নাগরিক পরিষেবায় ব্যাঘাত ঘটালে সরকারি নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে তাঁদের বিরুদ্ধে।
পাশাপাশি, বিশেষ কিছু ক্ষেত্রে ছাড় রয়েছে। নবান্নের বিজ্ঞপ্তি অনুযায়ী, যদি কোনও সরকারি কর্মী হাসপাতালে ভরতি থাকেন, পারিবারিক শোকের আবহ কিংবা মাতৃত্বকালীন ছুটিতে থাকেন, তাহলে তাঁদের ক্ষেত্রে ২২ তারিখের অনুপস্থিতি গ্রাহ্য। এছাড়া অন্য কেউ অন্য কোনও কারণ দেখিয়ে সোমবার, আদিবাসীদের ডাকা বন্ধের দিন সরকারি অফিসে হাজির না হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে কড়াভাবে জানিয়ে দিয়েছে নবান্ন। গরহাজির কর্মীকে শোকজ করা হতে পারে কিংবা তাঁর বেতনও কাটা হতে পারে। পাশাপাশি এদিন আরও একটি বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের অর্থদফতর কর্মীদের সময়ানুবর্তিতা সম্পর্কে সতর্ক করেছে। বলা হয়েছে, অফিসে পূর্ণ সময় কাজ করতে হবে। অর্ধদিবস ছুটি নিতে চাইলে আগে থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে। তা মঞ্জুর হলে তবেই মিলবে অর্ধদিবস ছুটি। অন্যথায় ওইদিন ‘অনুপস্থিত’ বলে ধরা হবে উক্ত কর্মীকে।