ক্রিকেটদুনিয়ায় নেমে এল শোকের ছায়া। প্রয়াত হলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন টেস্ট অধিনায়ক ব্রায়ান বুথ প্রয়াত। বয়স হয়েছিল ৮৯ বছর। দীর্ঘ দিন ভুগছিলেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে ক্রিকেট খেলার পাশাপাশি হকিও খেলেছেন বুথ। হকিতে অলিম্পিক্সেও সুযোগ পেয়েছিলেন। ১৯৫৬ সালের মেলবোর্ন অলিম্পিক্সে হকি দলে সুযোগ পেয়েছিলেন বুথ। তার পাঁচ বছর পরে অস্ট্রেলিয়ার টেস্ট দলে ডাক পেয়েছিলেন তিনি।
উল্লেখ্য, ১৯৬২ সালের ডিসেম্বরে ইংল্যান্ডের বিরুদ্ধে ১১২ রান করেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও এক সিরিজে দু’টি শতরান করেছিলেন বুথ। প্রথমটি ছিল ব্রিসবেনে ১৬৯ রান। দ্বিতীয়টি সিডনিতে ১০২ রান। ১৯৬৫ সালে ওয়েস্ট ইন্ডিজ় সফরেও একটি শতরান ছিল বুথের ব্যাটে। পাঁচ বছর অস্ট্রেলিয়ার হয়ে খেলেছিলেন বুথ। ২৯টি টেস্টে ১৭৭৩ রান করেছিলেন তিনি। ৫টি শতরানের পাশাপাশি ১০টি অর্ধশতরানও করেছিলেন তিনি। সর্বাধিক ১৬৯ রান। বল হাতে ৩টি উইকেটও নিয়েছেন তিনি। বুথের প্রয়াণে স্বাভাবিকভাবেই শোকাহত অস্ট্রেলিয়ার ক্রিকেট মহল।