মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই বলে থাকেন, এগিয়ে বাংলা। এবার ফের মিলল তার প্রমাণ। রাজ্যের মুকুটে জুড়ল আরও এক নয়া পালক। ভূ-মানচিত্রের নকশা থেকে জমি কেনা-বেচার ক্ষেত্রে তথ্য প্রযুক্তি নির্ভর পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্যের চার জেলাকে এবার কেন্দ্রীয় সরকার ‘ভূমি সম্মান’-এ সম্মানিত করল। এই জেলাগুলি হল হাওড়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ ও নদিয়া। সারা দেশের ৭৫টি জেলাকে এই পুরষ্কার দেওয়া হচ্ছে।
নবান্ন জানিয়েছে, প্রতিটি জেলায় ভূ মানচিত্র ডিজিটাল করার কাজ চলছে। এই চার জেলাতেই যে কোনও জমির মালিকানা সহজে জানার জন্য ক্যাডাস্ট্রাল মানচিত্র অর্থাৎ ডিজিটাল ভূ নকশা তৈরি হয়ে গিয়েছে। তৈরি হয়েছে আধুনিক কম্পিউটাইজড রেকর্ড রুম। যার ফলে এখানে জমির রেকর্ড কম্পিউটারের এক ক্লিকেই জানা সম্ভব। সম্পত্তি কেনা বেচার রেজিস্ট্রেশন প্রক্রিয়াটাও এখন কম্পিউটার নির্ভর হয়ে পড়েছে। ফলে জমি হস্তান্তর হওয়ার সঙ্গে সঙ্গেই তা ল্যান্ড রেকর্ডে নথিভুক্ত হয়ে যাচ্ছে। উল্লেখ্য, এর আগেও একাধিক সম্মানে সম্মানিত হয়েছে রাজ্য। স্কচ অ্যাওয়ার্ড থেকে শুরু করে সম্প্রতি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক যও রাজ্যকে স্বীকৃতি দিয়েছে।