টানা ধর্ণা, আদালতের হস্তক্ষেপ। তাতেও কাজ হচ্ছে না। বহাল তবিয়তে ঘুরছেন ব্রিজভূষণ শরণ সিং। শেষে তদন্তকারী আধিকারিকদের উপর বিরক্ত হয়ে কেন্দ্রের দেওয়া বিভিন্ন সম্মান ফেরত দেওয়ার হুঁশিয়ারি দিলেন সাক্ষী মালিক, ভিনেশ ফোগাট, বজরং পুনিয়ারা।
একটি সূত্রের খবর, তদন্তকারী আধিকারিকরা নির্যাতিতাদের কাছে তাঁদের অভিযোগের প্রমাণ হিসাবে ভিডিও/অডিও ক্লিপ ও ছবি চেয়েছেন। এতেই বেজায় চটেছেন কুস্তিগিররা। তাঁদের বক্তব্য, কারও উপর যখন যৌন নিগ্রহ হয়, তখন কি কেউ তা রেকর্ড করে রাখে?
আরও একটি চাঞ্চল্যকর দাবি করেছেন কুস্তিগিররা। যন্তরমন্তরে আন্দোলনে বসে থাকা এক কুস্তিগির জানান, তদন্তকারীদের একজন বলেছেন, কোনও বাবা যেভাবে তাঁর সন্তানের গায়ে হাত দেন, ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংও সেভাবেই হাত দিয়ে থাকতে পারেন।
এই ধরনের বক্তব্যের পর আরও একবার কুস্তিগিররা জানিয়ে দিলেন, যেভাবে তদন্ত চলছে, তাতে তাঁদের কোনও ভরসা নেই। সাক্ষী-বিনেশদের দাবি, যে নাবালিকারা ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগ এনেছেন, তাঁদের পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে। তাঁরা যে স্কুলে পড়াশোনা করে, সেখানে তাঁদের জন্মের তারিখ বদল করে প্রাপ্তবয়স্ক প্রমাণ করার চেষ্টাও করা হচ্ছে। এই প্রসঙ্গে সাক্ষী মালিক বলেছেন, ‘ওরা যদি আমাদের ন্যায় দিতে না পারে, তবে ওদের দেওয়া সম্মান নিয়ে আমরা কী করব? প্রয়োজনে সব ফেরত দিয়ে দেব’। এদিন দিল্লি ফিরে কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা ধর্ণাস্থলে যান।