এককথায় সিনেমার মতো! চেন্নাইয়ে জাতীয় সড়কে আচমকাই বিকল হল ইঞ্জিন। দাঁড়িয়ে পড়ল আরবিআইয়ের এর ট্রাক। রিজার্ভ ব্যাঙ্ক থেকে ট্রাকে ভরে টাকা পাঠানো হয় দেশের বিভিন্ন ব্যাঙ্কেও। তেমনই এদিন টাকা যেমনটা পাঠানো হচ্ছিল চেন্নাইয়ে। আর তাতেই ঘটল বিপত্তি। পুলিশ সূত্রে খবর, সবমিলিয়ে টাকার অংকটা ছিল হাজার কোটিরও বেশি। এদিন চেন্নাইয়ে রিজার্ভ ব্যাঙ্কের অফিস থেকে রওনা দিয়েছিল দুটি ট্র্যাক। গন্তব্য ছিল ভিলুপুরম। ওই টাকা পৌঁছে দেওয়ার কথা ছিল সেখানকার ব্য়াঙ্কগুলিতে।
এরপর হঠাৎই তাম্বারামে এলাকায় একটি ট্রাকের ইঞ্জিন বিকল হয়ে যায়। ওই ট্রাকটিতে মোট ৫৩৫ কোটি টাকা ছিল। দুটি ট্রাককে পাহারা দিয়ে যাচ্ছিলেন ১৭ জন পুলিস আধিকারিক। কিন্তু একটি ট্রাক খারাপ হয়ে যাওয়ার পর আর কোনও ঝুঁকি নেননি তাঁরা। আরও পুলিস পাঠানোর অনুরোধ জানানো হয়। প্রায় সঙ্গে সঙ্গে বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন এলাকার ডেপুটি পুলিস সুপার। নিরাপত্তার কারণে বিকল ট্রাকটিকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি স্কুলে। ভিতর থেকে তালা ঝুলিয়ে দেওয়া হয় স্কুলগেটে। স্কুলে যাওয়া-আসাও সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়। তবে ট্রাক অবশ্য মেরামত করা যায়নি। ফলে সেটিকে চেন্নাইয়ে ফেরত পাঠানো হয়েছে।