সিদ্দারামাইয়া এবং শিবকুমার দুজনেই মুখ্যমন্ত্রীত্ব পদের যোগ্য। এবার এক বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনই মন্তব্য করলেন কংগ্রেসের জাতীয় মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা। তিনি আরও বলেন, ‘কর্ণাটকে বিজেপির বিপরীতে জয়ে, কংগ্রেসের সব স্তরে নেতাদের অবদান রয়েছে, তাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই আমাদের জয়ের মূল কারণ।’
প্রসঙ্গত, একাধিক বৈঠক-আলোচনার পর অবশেষে কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে সিদ্দারামাইয়াকেই বেছে নিয়েছে কংগ্রেস হাইকম্যান্ড। ডি কে শিবকুমারকে উপ-মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। কংগ্রেসের সাধারণ সম্পাদক সংগঠন কেসি ভেনুগোপাল এবং জাতীয় মুখপাত্র সুরজেওয়ালা সাংবাদিক সম্মেলন করে হাইকমান্ডের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
উল্লেখ্য, সিদ্দারামাইয়া ৫ বছরের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে থাকবেন কিনা তা জানতে চাইলে সুরজেওয়ালা বলেন, ‘ক্ষমতা ভাগাভাগির একমাত্র ফর্মুলা হল কর্ণাটকের জনগণকে সেবা করা।’ তাঁর মতে, ‘সিদ্দারামাইয়া এবং শিবকুমার দুজনেই মুখ্যমন্ত্রী হওয়ার জন্য যথেষ্ট যোগ্য। কর্ণাটকে বিজেপির বিপরীতে, কংগ্রেসের সব স্তরে নেতা রয়েছে, যাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই আমাদের জয়ের মূল কারণ।’