আগামীকাল, অর্থাৎ শনিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠিয়ে তলব করেছে সিবিআই। যার ফলে বাধা পেয়েছে তৃণমূলের নবজোয়ার যাত্রা। তড়িঘড়ি কর্মসূচি স্থগিত করে কলকাতায় ফিরছেন অভিষেক। শনিবার বেলা ১১টায় নিজাম প্যালেসে হাজিরা দেবেন তিনি। যখন সিবিআইয়ের নোটিস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছয়, তখন তিনি ছিলেন বাঁকুড়ায়। একাধিক কর্মসূচি ছিল তাঁর। কিন্তু আচমকা এই সূচি বদলের জন্য তাঁকে কলকাতায় ফিরতে হচ্ছে। অভিষেকের বদলে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারচুয়ালি ‘তৃণমূলে নবজোয়ার’-এ বক্তব্য রাখবেন। এদিন বাঁকুড়া ছাড়ার আগে সোনামুখীর জনসভায় সিবিআইকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ”কাল আমি নির্ধারিত সময়ে নিজাম প্যালেসে যাব। ক্ষমতা থাকলে গ্রেফতার করে দেখাও”, জানালেন তিনি। অভিষেক জানান, যে জায়গায় ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি স্থগিত রেখেছিলেন, সেখান থেকেই শুরু করবেন। সিবিআই দপ্তরে হাজিরা দিতে কলকাতায় আসার কারণে ২১শে মে পর্যন্ত কর্মসূচি বন্ধ। তারপর ২২শে মে, সোমবার থেকে ফের শুরু করবেন।
এদিন অভিষেক বলেন, ”কথা দিচ্ছি, ২২ তারিখ থেকে দশগুণ উৎসাহ, উদ্দীপনা, উদ্যম নিয়ে এই বাঁকুড়ার মাটি থেকেই শুরু করব নবজোয়ার কর্মসূচি।” বৃহস্পতিবারই অভিষেক জানিয়েছিলেন, যখনই তাঁকে সিবিআই ডাকবে, কর্মসূচি স্থগিত রেখে তদন্তে সহযোগিতা করতে যাবেন। তারপরই শুক্রবার তাঁর কাছে নোটিশ পৌঁছল। বাঁকুড়ার সোনামুখীতে পথসভা চলাকালীন নোটিশ নিয়ে অভিষেক বলেন, ”আসলে নবজোয়ারের সাফল্য বিজেপির সহ্য হচ্ছে না। জেনে রাখুন, আমি আপনাদের কাছেই শুধু মাথা নত করব। আর কারও কাছে নয়। অন্য কোনও মামলায় না পেরে আমাকে এখন এসএসসি কেলেঙ্কারিতে জড়াতে চাইছে। সিবিআইয়ের ক্ষমতা থাকলে আমাকে গ্রেফতার করুক।” অভিষেকের কর্মসূচিতে যাতে ছেদ না পড়ে, সেই কারণে পরিবর্তিত পরিস্থিতিতে আজকের জন্য বাঁকুড়ার পাত্রসায়েরের সভায় ভারচুয়ালি যোগ দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা জানিয়ে অভিষেক বলেন, ”নেত্রী সব জানার পর আমাকে বলেন, চিন্তা করিস না। তোর বদলে ওই সভা আমি ভারচুয়ালি করব।” তবে কলকাতা থেকে ফিরে ২২ তারিখ থেকে আরও উদ্যমে নবজোয়ার কর্মসূচি শুরু করতে আত্মবিশ্বাসী তৃণমূল সাংসদ। এই পরিবর্তনের জন্য ২১ ও ২২শে মে তাঁর পুরুলিয়ার কর্মসূচিও পিছিয়ে গেল। সেই জেলায় ‘তৃণমূলে নবজোয়ার’ অনুষ্ঠিত হবে আগামী ২৪ ও ২৫শে মে।