যাত্রা শুরুর দিনই বিতর্কে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস! কারণ এই ট্রেন চালুর প্রথম দিন সরকারি আধিকারিক থেকে শুরু করে বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি-সহ সংবাদ মাধ্যমের কর্মীদের আমন্ত্রণ জানানো হলেও এই আমন্ত্রণের ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ উঠেছে। বিশেষ করে খড়গপুর পুরসভার রেল ওয়ার্ডের কাউন্সিলরদের মধ্যে অধিকাংশকে আমন্ত্রণ করা হয়নি বলে অভিযোগ। যদিও পুরসভার বিজেপি কাউন্সিলরদের আমন্ত্রণ জানানো হয়েছে। এ নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে কংগ্রেস, তৃণমূল-সহ অন্যান্য দলের কাউন্সিলরদের মধ্যে। অভিযোগ, রেলের অনুষ্ঠান বলে বেছে বেছে বিজেপি কাউন্সিলরদের আমন্ত্রণ জানানো হয়েছে।
এই ব্যাপারে খড়গপুর পুরসভার বিরোধী দলনেতা তথা ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিষ্ণু বাহাদুর কামি বলেন, ‘আমি রেল ওয়ার্ডের একজন কাউন্সিলর। তাছাড়া পুরসভার বিরোধী দলনেতা। আমাকে কোনও আমন্ত্রণ রেল কর্তৃপক্ষ জানায়নি। অথচ শুনেছি বিজেপির কাউন্সিলরদের ডাকা হয়েছে। এটা ঠিক হয়নি। কারণ, রেল কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের নিজস্ব সম্পত্তি নয়। সবাইকে ডাকা উচিত ছিল।’ পুরসভার রেল এলাকার ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডি বাসন্তী বলেছেন, ‘আমাকে রেলের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়নি। কিছু বলার নেই। রেল কর্তৃপক্ষ সরকারি একটি কর্মসূচিকে একটি দলের কর্মসূচিতে পরিণত করেছে।’
