চলতি আইপিএলে ভাল ফর্মে রয়েছেন তিনি। গত দু-ম্যাচে রান না পেলেও বৃহস্পতিবার সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ফের জ্বলে উঠলেন বিরাট কোহলি। এদিন রয়্যাল চ্যালেঞ্জার্সের সামনে ছিল মরণবাঁচন ম্যাচ। আইপিএলের প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে হল এই ম্যাচে জিততেই হত তাদের। কঠিন পরিস্থিতিতে আরও এক বার ব্যাট হাতে নিজের জাত চেনালেন বিরাট। করলেন চোখ-ধাঁধানো শতরান । ঘরের মাঠে প্রথমে ব্যাট করে ১৮৬ রান করেছিল হায়দ্রাবাদ। রান তাড়া করা সহজ ছিল না বেঙ্গালুরুর। দরকার ছিল ভাল শুরু। সেটাই করেন বিরাট ও ফ্যাফ ডুপ্লেসি। প্রথম থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন তাঁরা। যত সময় গড়াল তত হাত খুলে খেলা শুরু করলেন বিরাট। ডুপ্লেসির থেকেও বেশি ভয়ঙ্কর দেখাচ্ছিল তাঁকে। ৩৫ বলে নিজের অর্ধশতরান করেন তিনি। ৫০ করার পরে রানের গতি আরও বাড়ে তাঁর।
আরসিবির ইনিংসের ১৫তম ওভারে ভুবনেশ্বর কুমারকে এক ওভারে চারটি চার মারেন বিরাট। তার পরেই মনে হচ্ছিল, শতরান করে ফেলতে পারেন। করলেনও। ভুবনেশ্বরকেই লং অন অঞ্চলে ছক্কা মেরে আইপিএলে নিজের ষষ্ঠ শতরান করলেন বিরাট। ৬৩ বলে ১০০ রান করে আউট হন তিনি। মারেন ১২টি চার ও চারটি ছক্কা। বিরাট আউট হওয়ার ১১ বল পরেই ম্যাচ জিতে নেয় আরসিবি।