সিবিআইকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমানে ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে বাঁকুড়ায় রয়েছেন অভিষেক। দলীয় কর্মসূচি স্থগিত রেখে কলকাতায় ফিরছেন তৃণমূল সাংসদ। অভিষেক টুইটে লেখেন, “সিবিআইয়ের নোটিশ পেয়েছি। আগামীকাল হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। একদিনের আগাম নোটিস না দিলেও আমি অবশ্যই হাজিরা দেব। তদন্তে পূর্ণ সহযোগিতা করব। বাঁকুড়ার যে এলাকায় কর্মসূচি স্থগিত করা হচ্ছে, সেখান থেকেই আগামী ২২শে এপ্রিল ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি শুরু হবে। আরও উদ্যম নিয়ে বাংলার মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করব আমি।”
প্রসঙ্গত, রাতারাতি অভিষেককে হাজিরার নোটিশকে মোটেও ভাল চোখে দেখছে না তৃণমূল। সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে রাজ্যের শাসকদল। কেন সারদাকর্তা সুদীপ্ত সেনের অভিযোগের পরেও শুভেন্দু অধিকারীকে কেন এখনও গ্রেফতার করা হল না, সেই প্রশ্ন তুলেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।