ভাবিজি পাঁপড় খেলেই সেরে যাবে করোনা! অতিমারি পর্বে এমনই মন্তব্য করে হইচই ফেলে দিয়েছিলেন তিনি। এক ভাইরাল ভিডিওয় হাতে দুটো পাঁপড়ের প্যাকেট নিয়ে তাঁকে বলতে শোনা গিয়েছিল, ‘আত্মনির্ভর ভারত অভিযানের এক সুফল, এই ভাবিজি পাঁপড়। এই পাঁপড় এমনই যে, করোনাভাইরাস মোকাবিলায় যে অ্যান্টিবডি লাগে, এই পাঁপড় খেলে সহজেই সেসব শরীরে তৈরি হবে।
আশা করছি, আত্মনির্ভর ভারত অভিযানে এই পাঁপড় অনেকটাই সদর্থক ভূমিকা নেবে।’ এবার সেই বিজেপি সাংসদ অর্জুন রাম মেঘওয়ালকেই করা হল দেশের নতুন আইনমন্ত্রী! উল্লেখ্য, ভাবিজি পাঁপড়ের গুণগান করার মাত্র দুই সপ্তাহের মধ্যেই তৎকালীন ভারী শিল্প বিষয়ক মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অর্জুন নিজেই কোভিডে আক্রান্ত হ’ন। তবে তিনি সেসময় ভাবিজি পাঁপড়ে আস্থা রাখেননি। কালবিলম্ব না করে ডাক্তারি পরামর্শ মেনে ভর্তি হয়ে যান নয়াদিল্লির এইমসে। এবার সেই সত্তর ছুঁই ছুঁই অর্জুন রাম মেঘওয়ালকেই নতুন আইনমন্ত্রী হিসেবে নিয়োগ করল মোদী সরকার। বিদায়ী আইনমন্ত্রী কিরেন রিজিজু গেলেন ভূবিজ্ঞান মন্ত্রকের দায়িত্বে।