এবার আজিমগঞ্জ-কাটোয়া শাখায় ট্রেনের ভাড়া কমানোর দাবি তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দিলেন তিনি। করোনাকালে ওই শাখায় রেল ভাড়া ১০ টাকা থেকে বেড়ে একলাফে ৩০ টাকা হয়ে যায়। যা নিয়ে যাত্রীদের মনে মাথাচাড়া দেয় অসন্তোষ। বর্ধিত ভাড়া কমানোর দাবিতেই রেলমন্ত্রীকে চিঠি দিয়েছেন মমতা। মমতা লিখেছেন, ‘‘মুর্শিদাবাদ জেলা এবং সংলগ্ন এলাকায় গরিব মানুষের বাস। বেশি ভাড়ার টিকিট কাটা সম্ভব নয়। তাঁদের মধ্যে অধিকাংশই দিনমজুর। বিপিএল আওতাভুক্ত। রোজকর্মক্ষেত্রে যেতে হয় ট্রেনে করে। তাই তাঁরা সমস্যায় পড়ছেন।’’
পাশাপাশি, উক্ত চিঠিতে ‘ইজ্জত’ প্রকল্পের কথা তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। রেলমন্ত্রী থাকাকালীন ২০০৯-১০ সালে রেল বাজেটে ৬৩ নম্বর অনুচ্ছেদ উদ্ধৃত করেছেন মমতা। সেই সময় ২৫ টাকায় মান্থলি টিকিটের কথা জানিয়েছিলেন তিনি। ১০০ কিমি পর্যন্ত ট্রেন সফরে ২৫ টাকায় মান্থলি টিকিট কাটা যেত। ওই প্রকল্পের নাম রাখা হয়েছিল ‘ইজ্জত’। চিঠিতে পুরনো সেই কথা তুলে ধরেছেন মমতা।
