ফের হাথরস কাণ্ডের ছায়া যোগী আদিত্যনাথের রাজ্যে। শ্লীলতাহানি রোখার চেষ্টা করায় প্রাণ দিতে হল এক কিশোরীকে। জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছে তাকে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মৈনপুরী জেলায়। ইতিমধ্যেই অভিযুক্ত নরপিশাচকে গ্রেফতার করেছে পুলিশ। ভয়াবহ ঘটনার খবর জানাজানি হতেই যোগী প্রশাসনকে বিঁধেছে বিরোধীরা।
পুলিশ জানিয়েছে, গত কয়েক মাস ধরেই নিহত কিশোরীর সঙ্গে অশালীন আচরণ করছিল অভিযুক্ত অঙ্কিত কুমার। মঙ্গলবার সন্ধ্যায় বাবা-মা জরুরি কাজে বাড়ির বাইরে যাওয়ায় বাড়িতে ছোট দুই ভাইয়ের সঙ্গেই ছিল নিহত কিশোরী। আচমকাই হাজির হয় অভিযুক্ত। কিশোরীর শ্লীলতাহানির চেষ্টা চালায়। প্রাণপনে নিজেকে বাঁচানোর চেষ্টা চালায় কিছু। সাহায্যের জন্য চিৎকার করতে থাকে।
বাধা পেয়ে কিশোরীর গায়ে ডিজেল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। চিৎকার শুনে পড়শিরা ছুটে এসে কিশোরীকে জ্বলতে দেখে ঘাবড়ে যান। পরে আগুন নিভিয়ে হাসপাতালে নিয়ে যায়। অগ্নিদগ্ধ কিশোরীর অবস্থার ক্রমশ অবনতি ঘটতে থাকে। অবশেষে বুধবার সকালে চিকিৎসকদের যাবতীয় চেষ্টা ব্যর্থ করে দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে নির্যাতিতা কিশোরী। পুলিশের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, নিহত কিশোরীর দুই ভাইয়ের বয়ানের ভিত্তিতেই ঘাতককে চিহ্নিত করা হয়েছে। ঘটনার পরে এলাকা থেকে পালিয়ে গিয়েছিল অভিযুক্ত। পরে বিশেষ তল্লাশি অভিযান চালিয়ে তাকে পাকড়াও করা হয়েছে।