রাজ্যের তদন্তের ওপরেই যে তাঁর আস্থা আছে, এগরা বিস্ফোরণ নিয়ে বলতে গিয়ে এবার তা স্পষ্ট বুঝিয়ে দিলেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। বুধবার বই প্রকাশ অনুষ্ঠানে রাজ্যপালকে এগরা বিস্ফোরণ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটা দুর্ভাগ্যজনক ঘটনা। হওয়া উচিত ছিল না। এটা একটা ক্রাইসিস।
প্রশাসন সব স্তরে একসঙ্গে কাজ করছে। তদন্ত চলছে। যাঁরা মারা গেছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। প্রসঙ্গত, গতকাল সি ভি আনন্দ বোসের লেখা একাধিক বইয়ের শুভসূচনা ছিল। ইংরেজি, মালয়ালম ও হিন্দি সহ ৩২টি বইয়ের বিভিন্ন ভাষায় অনুবাদ করেছেন তিনি। রাজভবনে রাজ্যপালের লেখা বইয়ের মোড়কের উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ লেখক ও সাহিত্যিকরা।