আগেই কানাঘুষো শোনা যাচ্ছিল, শেষ পর্যন্ত কর্ণাটকের ক্ষেত্রে রাজস্থান এবং ছত্তিশগড় ‘মডেল’ অনুসরণ করতে পারে কংগ্রেস হাইকমান্ড। সিদ্দারামাইয়াকে মুখ্যমন্ত্রী করে উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে ডিকে শিবকুমারকে। সেই ভবিষ্যদ্বাণী মিলে গেল এবার। কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন সিদ্দারামাইয়া। উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শিবকুমার। বৃহস্পতিবার এআইসিসির সাধারণ সম্পাদক (সংগঠন) কেসি বেণুগোপাল কংগ্রেস হাইকমান্ডের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন।
তিনি বলেন, ‘উপমুখ্যমন্ত্রিত্বের পাশাপাশি প্রদেশ কংগ্রেস সভাপতির পদেও বহাল থাকবেন শিবকুমার।’ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় কর্ণাটকের নবনির্বাচিত কংগ্রেস বিধায়কদের বৈঠক ডেকেছেন শিবকুমার। সেখানেই আনুষ্ঠানিক ভাবে সিদ্দারামাইয়ার নাম ঘোষণা করা হতে পারে। শিবকুমার বৃহস্পতিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে তাঁর এবং সিদ্দারামাইয়ার ছবি টুইট করে লেখেন, ‘কর্ণাটকের নিরাপদ ভবিষ্যৎ এবং আমাদের জনগণের কল্যাণই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আর এর নিশ্চয়তা দিতে আমরা ঐক্যবদ্ধ।’ আগামী শনিবার নয়া সরকার শপথ নিতে পারে বলে কংগ্রেসের একটি সূত্র জানাচ্ছে।