২০২৪ লোকসভা নির্বাচনের কাউন্ট ডাউন কার্যতই শুরু হয়ে গিয়েছে। সদ্য কর্ণাটকে বিরাট জয় পেয়েছে কংগ্রেস। আর তারপর থেকেই লোকসভা নির্বাচনকে ঘিরে নতুন স্বপ্ন দেখতে শুরু করেছে হাত শিবির। যদিও প্রশ্ন উঠতে শুরু করেছে, মোদীর বিপরীতে কে হবেন বিরোধীদের প্রধানমন্ত্রীর মুখ? এই পরিস্থিতিতে প্রবীণ কংগ্রেস নেতা আচার্য প্রমোদ কৃষ্ণণ দাবি করলেন, প্রধানমন্ত্রীর মুখ করা হোক প্রিয়াঙ্কা গান্ধীকে।
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় প্রমোদকে বলতে শোনা যায়, ‘যদি সত্য়িই বিরোধীরা প্রধানমন্ত্রী মোদিকে ২০২৪ সালে হারিয়ে দিতে চায়, তবে এমন কোনও বড় মুখ চাই যিনি জনপ্রিয় এবং সর্বজনগ্রাহ্য। আমার মনে হয় প্রিয়াঙ্কা গান্ধীর মতো জনপ্রিয় নেত্রী কেউ নেই। দাবি জানাচ্ছি, বিরোধী দলগুলি প্রিয়াঙ্কাকেই প্রধানমন্ত্রী পদপ্রার্থী করা হোক’।
এরই পাশাপাশি রাহুল সম্পর্কে তাঁর মত, কংগ্রেসের প্রাক্তন সভাপতি এই মুহূর্তে তপস্বীর ভূমিকায়। প্রিয়াঙ্কাকে যদি বিরোধীরা প্রধানমন্ত্রী পদপ্রার্থী না করে তাহলে মোদীকে হারানো সম্ভব হবে না বলেও দাবি করেন আচার্য।