এবার আদালতে ফের ধাক্কা খেলেন শুভেন্দু অধিকারী। এগরা বিস্ফোরণ কাণ্ডে এনআইএ তদন্ত নয়। বিরোধী নেতার আরজি খারিজ করে সাফ জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। সিআইডি তদন্তেই আস্থা রেখেছে আদালত। ১২ জুন তাদের কাছ থেকে রিপোর্ট তলব করা হয়েছে।
অন্যদিকে, খাদিকুল গ্রামে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আরজি জানিয়েছিলেন শুভেন্দু। কিন্তু সেই আরজিও আদালতে ধোপে টেকেনি। পূর্ব মেদিনীপুরে এগরার খাদিকুল গ্রামের আইনশৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে আদালত। সবমিলিয়ে এগরা কাণ্ডকে হাতিয়ার করে রাজ্যে এনআইএ-কে ডেকে আনার শুভেন্দু অধিকারীর ছক আপাতত ভেস্তে গেল হাই কোর্টের নির্দেশে। এগরার ঘটনায় বিস্ফোরণের ধারা কার্যকর হবে কি না তা আপাতত সিদ্ধান্ত নেবে সিআইডি-ই। এমনটাই জানিয়েছে আদালত।