চলতি মরসুমে কার্যত অপ্রতিরোধ্য ম্যাঞ্চেস্টার সিটি। বৃহস্পতিবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় পর্বে রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালে পৌঁছে গেল তারা সেমিফাইনালের দুই পর্ব মিলিয়ে রিয়ালকে ৫-১ গোলে হারাল সিটি। আগামী ১০ই জুন ইস্তানবুলে ইন্টার মিলানের বিরুদ্ধে খেতাবের লড়াইয়ে নামবে পেপ গুয়ার্দিওলার দল। প্রথমবার ইউরোপের সেরার শিরোপা দখলের হাতছানি ম্যান সিটির সামনে।
প্রসঙ্গত, প্রথম পর্বে রিয়ালের ঘরের মাঠে ম্যাচ ১-১ গোলে ড্র হয়ে। দ্বিতীয় পর্বে তাই খানিকটা বাড়তি আত্মবিশ্বাস নিয়ে নেমেছিল সিটি। ঘরের মাঠে সেটারই সুবিধা পেল তারা। ম্যাচের ২৩ এবং ৩৭ মিনিটে জোড়া গোল করে রিয়ালের কামব্যাকের রাস্তা কার্যত বন্ধ করে দেন বারনার্ডো সিলভা। দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল পায় সিটি। ম্যানুয়েল আকানজি ৭৬ মিনিটে এবং জুলিয়ান আলভারেজ ইনজুরি টাইমে গোল করলেন। এই নিয়ে দ্বিতীয়বার ইউসিএলের ফাইনালে উঠল সিটি। বছর দুই আগে ফাইনালে উঠেও চেলসির কাছে হার মানতে হতে হয়েছিল তাদের। সেই যন্ত্রণা এবছর মুছে ফেলতে মরিয়া কোচ গুয়ার্দিওলা।