বিজেপি নেতারা প্রায়ই পুলিশকে কড়া ভাষায় আক্রমণ করেন। বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ রাজ্যের পুলিশকে দেখে নেওয়ার হুমকি দেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের পুলিশকে দলদাসে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন। এমনকী সাংসদ সৌমিত্র খাঁ পুলিশের বাপ–চোদ্দ পুরুষ উদ্ধার করে দিয়েছেন। এবার সেখানে নতুন সংযোজন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা। তিনি এবার পুলিশের উর্দি খুলে নেবেন বলে হুমকি দিয়েছেন।
বাঁকুড়ার সীমলাপালে বিজেপির জনসভা থেকে পুলিশকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘আর একটি বিজেপি কর্মীর নামে মিথ্যা মামলা হলে, মানুষকে সঙ্গে নিয়ে থানায় গিয়ে পুলিশের শরীর থেকে উর্দি খুলে নেওয়া হবে। আর থানা থেকে বের করে দেওয়া হবে।’ সামনেই পঞ্চায়েত নির্বাচন। সেখানে পুলিশকে এভাবে হুমকি দিলে পরিস্থিতি জটিল হতে পারে। কারণ বিজেপি কর্মীরা পুলিশ উপর হামলা করতে পারেন।
অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে সৌমিত্র খাঁ এবং দিলীপ ঘোষ! বিজেপি নেতাদের গলায় একাধিকবার পুলিশের কাজের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে হুমকি দিতে শোনা যায়। সবসময়ই পুলিশকে দেখে নেওয়া হবে বলে হুমকি দিতে শোনা যায়। সেখানে থানায় ঢুকে পুলিশের উর্দি খুলে বের করে দেওয়ার নিদান এখন চর্চার কেন্দ্রবিন্দুতে। বিজেপি নেতাদের মুখে বারবারই শোনা যায়, পুলিশ মিথ্যে মামলায় ফাঁসাচ্ছে বিজেপি কর্মীদের। বিজেপি কর্মীদের নালিশ শুনছে না পুলিশ। এসবের পর এবার এল সরাসরি হুমকি।