২০২২ সালে উত্তরাখণ্ডের বিধানসভা নির্বাচনের সময় ভোটপ্রচারে গিয়ে রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীর বিরুদ্ধে অশালীন মন্তব্য করেছিলেন আসামের বিজেপি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মানহানির মামলায় এবার মামলাকারী কংগ্রেস নেতার সাক্ষ্য গ্রহণ করল উত্তরাখণ্ডের আদালত।
প্রসঙ্গত, পাকিস্তানের মাটিতে সত্যিই সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল কিনা তা জানতে চেয়েছিলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। এরপরই উত্তরাখণ্ডে ভোট প্রচারে গিয়ে হিমন্ত রাহুলকে কটাক্ষ করে এক জনসভায় প্রশ্ন করেছিলেন, ‘আমরা কি জানতে চেয়েছি রাজীব গান্ধী সত্যিই আপনার বাবা কিনা?’ এই মন্তব্যে স্বাভাবিক ভাবেই প্রবল ক্ষুব্ধ হয় কংগ্রেস। তাদের বক্তব্য ছিল, হিমন্তের ওই মন্তব্য শুধু গান্ধী পরিবার কিংবা কংগ্রেস নয়, মাতৃত্বের প্রতি অপমান।