নতুন পদক্ষেপ নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার রাজ্যের মৃত সরকারি কর্মীদের নিকটাত্মীয়দের আইন মাফিক চাকরি দেওয়া নিয়ে জেলা প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিল নবান্ন। এব্যাপারে তথ্য ভাণ্ডার তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর সচিবালয়ের হিসেবে এই মুহূর্তে রাজ্যের ৫৪ টি দফতরের মৃত কর্মচারীর পরিবার থেকে নিকট আত্মীয়দের চাকরির জন্য ১২ হাজার ৬৭০টি আবেদন জমা পড়েছে। যার মধ্যে ২২. ৮৪ শতাংশ নানা কারণে অযোগ্য বিবেচিত হয়ে বাতিল হয়েছে। তারপরও ২ হাজার ৭৮৬ জন প্রার্থী প্রশাসনিক হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ। কারও নাম নির্বাচিত হওয়ার পর পুলিশ ও হেল্থ ভেরিফিকেশন না হওয়ায় অথবা অন্যান্য প্রশাসনিক কারণ চাকরি নিয়োগ পত্র না পেয়ে বসে রয়েছেন অনেকে।
এবার এসব ক্ষেত্রে দ্রুত প্রশাসনিক সমস্যাগুলি সমাধান করার জন্য জেলাশাসকদের নির্দেশ দিল নবান্ন। মৃত সরকারি কর্মীর নিকট আত্মীয়দের চাকরি দেওয়ার বিষয়টি অধিকার নয়। সরকার কিছুটা মানবিক দৃষ্টিভঙ্গি থেকে এই চাকরি দিয়েছে থাকেন গ্রুপ ডি অথবা গ্রুপ সি অর্থাৎ চতুর্থ এবং তৃতীয় শ্রেণির কর্মচারী পদে। এক্ষেত্রে, প্রার্থীর উচ্চ শিক্ষাগত যোগ্যতা গ্রাহ্য হয় না। কারা চাকরি পাবেন, তা সদস্যের কমিটি গঠন করে চূড়ান্ত করবে। আর্থিকভাবে দুর্বল মৃত কর্মীর পরিবারের নিকট আত্মীয়রা একমাত্র এক্সাম্পটেড ক্যাটাগরি পদ শূন্য থাকলে চাকরি পাবেন বলেই জানিয়েছে সূত্র।