এবার এগরা বিস্ফোরণের জন্য সরাসরি অধিকারী পরিবারকে করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। একই সঙ্গে নিশানা করলেন বিজেপিকেও। এদিন সাংবাদিক বৈঠক থেকে কুণাল দাবি করলেন, বিস্ফোরণে অভিযুক্ত ভানু আদতে অধিকারী পরিবার ঘনিষ্ঠ। ফলে গোটা বিষয়টি বিজেপির জানা ছিল। এই দুর্ঘটনার দায় অধিকারী পরিবারের।
কুণালের কথায়, ‘এগরার ঘটনার জন্য আগাগোড়া প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিজেপি সরকার দায়ী। কেন্দ্র টাকা দিচ্ছে না। আমাদের বঞ্চিত করা হচ্ছে এটা আমরা বলছিলাম বহুদিন ধরে। এবার কার্যক্ষেত্রে তার কতটা প্রভাব পড়ছে, এই ঘটনা তার প্রমাণ। পয়সার জন্য প্রাণের ঝুঁকি নিয়ে বাজি কারখানায় কাজ করছে মানুষ।’ এরপরই তাঁর সংযোজন, ‘ওখানকার এমপি কে? দিলীপ ঘোষ। পঞ্চায়েত সদস্য কে? ঘটনার পিছনে যার নাম শোনা যাচ্ছে ভানু বাগ। তিনি আগে সিপিএমে ছিলেন। পরে শুভেন্দু অধিকারীর ছায়ায় তৃণমূলে এসেছেন। ওখানে নমিনেশন কে দিত? ঘটনার দায় অধিকারী প্রাইভেট লিমিটেডের।’