হাতে আর বেশিদিন নেই। আগামি বছরই দেশে লোকসভা ভোট। মেরে কেটে সময় পাওয়া যাবে ১০ মাস। এই পরিস্থিতিতে দিল্লির কুর্সি বাঁচাতে মরিয়া হয়ে উঠেছে বিজেপি তথা মোদী সরকার। বৃহস্পতিবার সকালেই কিরণ রিজিজুর জায়গায় আইনমন্ত্রী হিসেবে অর্জুন রাম মেঘওয়ালকে দায়িত্ব দেওয়া হয়েছে।
রিজিজুকে ঠেলে দেওয়া হয়েছে আর্থ সায়েন্স মন্ত্রিত্বের দ্বায়িত্ব। আর এবার শোনা যাচ্ছে, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের চাকরিও যেতে চলেছে। কারণ মোদী-শাহ বিলক্ষণ বুঝতে পারছেন দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির কঙ্কালসার অবস্থাই চব্বিশে বিজেপির বিরুদ্ধে হাতিয়ার হতে চলেছে। তাই ড্যামেজ কন্ট্রোল হেতু নর্থ ব্লকে গুঞ্জন, নির্মলার পদ যাচ্ছে! অর্থমন্ত্রকের সর্বেসর্বা হওয়ার দৌড়ে আচমকাই সামনের সারিতে এসে পড়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। একইসঙ্গে এ-ও শোনা যাচ্ছে, যে নির্মলার ওপর নাকি বেজায় চটেছেন খোদ প্রধানমন্ত্রী।