বাড়িতে সিপিআইএম-এর পতাকা লাগাতে না দেওযায় তৃণমূল কর্মীর উপর হামলার অভিযোগ৷ ঘটনা কুলতুলি বিধানসভা এলাকার চুপড়িঝাড়ায়৷ আক্রান্ত হয়েছেন তৃণমূল কর্মী খলিল জমাদার৷ তৃণমূল কর্মীকে মারধর করা হয় বলেও অভিযোগ৷ রাতেই কুলতুলি থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত তৃণমূল কর্মী৷ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে দুই সিপিআইএম কর্মীকে গ্রেফতার করেছে কুলতুলি থানার পুলিশ৷ ধৃতরা হল রহিম আলি শেখ ও জিয়াদ লস্কর৷
ধৃতদের বিরুদ্ধে ইতিমধ্যে ৩০৭ অর্থাৎ খুনের চেষ্টার অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ ৷ ধৃতদের আজ বারুইপুর আদালতে পেশ করা হয়৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে৷ আক্রান্ত তৃণমূল কর্মী খলিল জমাদারের অভিযোগ, তাঁর বাড়িতে সিপিআইএম-এর দলীয় পতাকা লাগাতে গিয়েছিল কর্মীরা ৷ তিনি বাধা দেন ৷ দু’পক্ষের মধ্যে বচসার পর তাঁরা চলে যান৷
আহত তৃণমূল কর্মী খলিল জমাদার পেশায় একজন টোটোচালক৷ মঙ্গলবার বিকেলে টোটো নিয়ে তিনি চুপড়িঝাড়া এলাকায় স্ট্যান্ডে গেলে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ৷ তাঁর অভিযোগ, বাড়িতে পতাকা লাগাতে না দেওয়ায় ও তৃণমূলের চিহ্ন ছাপা গেঞ্জি পরে রাস্তায় বের হওয়ায় তাঁকে মারধর করা হয়েছে৷ ঘটনার জেরে তাঁর মাথাও ফেটে মাথাও ফেটে গিয়েছে৷ এই ঘটনায় তৃণমূলের চুপড়িঝাড়া অঞ্চল কমিটির অন্যতম সদস্য সুজাউদ্দিল লস্কর অভিযোগ করে বলেন, ‘এলাকায় অশান্তি তৈরি করতে চাইছে সিপিআইএম৷