ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি তথা বিজেপি নেতা ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে যৌন নির্যাতন ও হেনস্থার অভিযোগ এনে দিল্লির যন্তরমন্তরে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন ভিনেশ ফোগত, সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা৷ কারণ ব্রিজভূষণের বিরুদ্ধে এফআইআর দায়ের হলেও তাঁদের গ্রেফতারির দাবি এখনও পূরণ হয়নি। তবে এবার যন্তরমন্তর ছেড়ে আন্দোলনস্থল পরিবর্তন করার সিদ্ধান্ত নিলেন কুস্তিগিররা। ইতিমধ্যে ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। সেইসময়েই তাঁদের লক্ষ্য এই আন্দোলনকে আরও বড় পর্যায়ে নিয়ে যাওয়া। তাই যন্তরমন্তর ছেড়ে দিল্লিরই রামলীলা ময়দানে আন্দোলনস্থল নিয়ে যাওয়ার ডাক দিয়েছেন বজরং পুনিয়ারা। কুস্তিগিরদের পক্ষ থেকে বলা হয়েছে, তাঁরা অভিযুক্ত গ্রেফতার না হওয়া পর্যন্ত এই বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাবেন।
সম্প্রতি এই বিক্ষোভে যোগ দিয়েছেন ভীম সেনার প্রধান চন্দ্রশেখর আজাদ। তিনিই প্রথম কুস্তিগিরদের প্রস্তাব দেন আন্দোলনকে জাতীয় স্তরে নিয়ে যাওয়ার জন্য। এরপরই ভাবনাচিন্তা শুরু করেন কুস্তিগিররা। এ বিষয়ে সাক্ষী মালিক বলেন, ‘যন্তরমন্তর থেকে রামলীলা ময়দানে বিক্ষোভ সরিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আমরা নিজেদের মধ্যে আলোচনা করব। তারপর সিদ্ধান্ত নেব।’ এমনিতে যন্তরমন্তরের সামনে জায়গাটুকু খুবই ছোট। বদলে দিল্লির রামলীলা ময়দানে এই আন্দোলন তুলে নিয়ে গেলে অনেকটা জায়গা পাওয়া যাবে। তাই সেটাই ভাবনায় রয়েছে কুস্তিগিরদের। উল্লেখ্য, মঙ্গলবার আন্দোলনরত কুস্তিগিররা যন্তরমন্তর থেকে কনৌট প্লেসের হনুমান মন্দির পর্যন্ত পদযাত্রা করেন। এর পাশাপাশি তাঁরা অন্যান্য দেশের অলিম্পিক্সে পদকজয়ীদেরও আহ্বান জানিয়েছেন এই আন্দোলনকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়ার জন্য।