দীর্ঘ আলোচনা, মান-অভিমানের পালা শেষে কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করল কংগ্রেস। ডিকে শিবকুমার নন, দক্ষিণের রাজ্যটিতে মুখ্যমন্ত্রী পদে কংগ্রেস হাইকম্যান্ডের পছন্দ প্রবীণ সিদ্দারামাইয়া। শিবকুমারকে বুঝিয়ে শুনিয়ে উপমুখ্যমন্ত্রী পদ গ্রহণে রাজি করানোর চেষ্টা করছে হাত শিবির।
কর্ণাটকে ২২৪ আসনের মধ্যে ১৩৫ আসন জিতে সর্বকালীন রেকর্ড গড়েছে কংগ্রেস। অথচ এহেন সাফল্যের পরও গত দু-তিন ধরে অস্বস্তির বাতাবরণ ছিল হাত শিবিরের অন্দরে। প্রকাশ্যে কেউ কাউকে কটাক্ষ না করলেও কন্নড় রাজ্যের দুই হেভিওয়েট নেতা শিবকুমার এবং সিদ্দারামাইয়া একে অপরকে এক ইঞ্চি জমিও ছাড়তে রাজি ছিলেন না। সিদ্দা দিন তিনেক আগে থেকেই দিল্লিতে পড়ে ছিলেন। আর ডিকে দিল্লিতে রয়েছেন মঙ্গলবার থেকে।
মঙ্গলবার দফায় দফায় বৈঠকেও সমাধানসূত্র বের হয়নি। আসলে কংগ্রেসের সিংভাগ বিধায়ক সিদ্দারামাইয়ার পক্ষে। আবার ডিকে শিবকুমার দলকে বহু সংকট থেকে উদ্ধার করেছেন। কর্ণাটকে কংগ্রেসকে জেতানোর পিছনে তাঁর কৃতিত্ব কোনও অংশে কম নয়। তাছাড়া আসন্ন লোকসভা নির্বাচনেও তাঁকে প্রয়োজন হবে দলের। তাই তাঁকে কোনওভাবেই চটাতে রাজি ছিল না কংগ্রেস হাইকন্যান্ড। এই নিয়ে দু’দিন ধরে চলছিল আলোচনা। শেষমেশ বেশি বিধায়কের সমর্থন থাকাই সিদ্দাই এ যাত্রা হাইকম্যান্ডের সম্মতি পেলেন।