আগামি ২২ জুন মার্কিন সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে এই প্রথম রাষ্ট্রীয় সফরে আমেরিকা যাচ্ছেন তিনি। তবে মোদীর সফরের দিন কুড়ি আগে সে দেশে যাচ্ছেন রাহুল গান্ধীও। জানা গিয়েছে, দশ দিনের সফরে নিউইয়র্ক, ওয়াশিংটন, ক্যালিফোর্নিয়ায় থাকবেন রাহুল। তাঁর সফর জুড়ে থাকছে একাধিক সভায় ভাষণ ও আলোচনায় অংশ নেওয়ার কর্মসূচি।
সদ্যই কর্ণাটকের বিধানসভার ভোটে জয়ের মুখ দেখেছে কংগ্রেস। যে ফলাফলে রাহুলের বিশেষ অবদান রয়েছে। অন্যদিকে, কর্ণাটকের ফলকে ব্যক্তি মোদীর পরাজয় মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। কারণ দক্ষিণের ওই রাজ্যে বিজেপির প্রচার ছিল মোদীময়। স্বভাবতই প্রবাসী ভারতীয়দের সামনে রাহুল নিজেকে অনেক আত্মবিশ্বাসের সঙ্গে হাজির করবেন।
প্রসঙ্গত, চলতি বছরের গোড়ায় লন্ডন সফরে গিয়ে দেশে গণতন্ত্রের বিপন্নতা নিয়ে সরব হয়েছিলেন সোনিয়া-পুত্র। কংগ্রেস নেতাকে এজন্য বিজেপির তীব্র আক্রমণের মুখে পড়তে হয়েছিল। এমনকী প্রধানমন্ত্রী মোদীও লন্ডন ভাষণকে দেশের অবমাননা বলে রাহুলের বিরুদ্ধে নাম না করে সরব হন। সংসদেও বিজেপি রাহুলের ক্ষমা চাওয়ার দাবিতে সরব হয়। যদিও শেষ পর্যন্ত তিনি ক্ষমা চাননি।
এবার আমেরিকা গিয়ে রাহুল কী বলবেন তা নিয়ে তুমুল কৌতূহল তৈরি হয়েছে। উল্লেখ্য, প্রাক্তন কংগ্রেস সভাপতির আমেরিকা সফর শুরু হবে আগামি ৩১ মে। ৪ জুন নিউইয়র্কে ম্যাডিসন স্কোয়ার গার্ডেন অডিটোরিয়ামে রাহুল ভাষণ দেবেন প্রবাসী ভারতীয়দের সামনে। জানা গিয়েছে, রাহুলের ভাষণ শুনতে সেখানে পাঁচ হাজার জনকে আমন্ত্রণ জানিয়েছেন উদ্যোক্তারা।