মোদী সরকারের বিরুদ্ধে মুখ খুললেই বিরোধীদের চুপ করাতে কেন্দ্রীয় এজেন্সি লেলিয়ে দেয় বিজেপি। বারবারই এই অভিযোগ করে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ দেশের বিরোধী নেতা-নেত্রীরা। সেই অভিযোগ যে মোটেও ভ্রান্ত নয় একাধিক বার মিলেছে তার প্রমাণ। এরই মধ্যে সোমবার একটি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির উদ্দেশে খোদ সুপ্রিম কোর্ট বলল, ‘ভয়ের বাতাবরণ তৈরি করবেন না।’ ছত্তিশগড় সরকার শীর্ষ আদালতে অভিযোগ জানিয়েছিল, ২ হাজার কোটি টাকার মদ কেলেঙ্কারিতে জোর করে মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের নাম জড়ানোর চেষ্টা করছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। সেই মামলার শুনানিতেই ইডিকে হুঁশিয়ারি দিল আদালত।
বিচারপতি এসকে কউল এবং এ আমানুল্লাহর বেঞ্চে ছত্তিশগড় সরকার অভিযোগ করেছে, রাজ্যের একাধিক আবগারি আধিকারিক এবং তাঁদের আত্মীয়দের গ্রেফতারির হুমকি দিচ্ছে ইডি। তাঁরা বলছেন, মদ কেলেঙ্কারিতে ‘মুখ্যমন্ত্রী জড়ানোর চেষ্টা হচ্ছে’। ভয়ে তাঁরা সংশ্লিষ্ট দপ্তরে কাজ করতে চাইছেন না। ছত্তিশগড় সরকার পক্ষের আইনজীবী কপিল সিব্বাল শুনানিতে বলেন, ‘ইডি উত্তেজনা ছড়াচ্ছে। হুমকি দিচ্ছে আবগারি আধিকারিকদের। এটা দুর্ভগ্যজনক। সামনেই ছত্তিশগড়ে ভোট, সেই কারণেই এই কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে।’ শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারপতিদের প্রতিক্রিয়া, ‘এমন আচরণ একটি সত্যি বিষয়কেও সন্দেহজনক করে তোলে।’ এরপরেই ইডি আধিকারিকদের উদ্দেশে শীর্ষ আদালতের মন্তব্য, ‘ভয়ের বাতাবরণ তৈরি করবেন না।’