কর্ণাটক যাওয়ার পরেই ফের হাওয়া লেগেছে হাত শিবিরের পালে। এবার ফের আদানি ইস্যুতে বিজেপিকে আক্রমণ করতে শুরু করল তারা। কংগ্রেসের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্ষীয়ান নেতা জয়রাম রমেশ প্রশ্ন তুলেছেন, যে আদানি ইস্যুতে সরকার কি সংসদকে বিভ্রান্ত করছিল একটি তদন্তের সাপেক্ষে নাকি যখন বিনিয়োগকারীরা প্রতারিত হচ্ছিলেন, তখন ‘ঘুমোচ্ছিল’ সরকার?
টুইটে আদানি প্রসঙ্গ তুলে কেন্দ্রীয় সরকারকে খোঁচা দিতে ছাড়েননি জয়রাম। তিনি লেখেন, ‘২০২১ সালের ১৯ জুলাই কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরি সংসদে বলেছিলেন, আদানি গোষ্ঠী নিয়ে সেবি তদন্ত করছে।’ একই সঙ্গে তাঁর দাবি, ‘এখন সুপ্রিম কোর্টে সেবি বলছে, কোনও গুরুতর মামলা নিয়ে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে তদন্ত হয়নি! কোনটা খারাপ? সংসদকে বিভ্রান্ত করা, নাকি অর্থ জালিয়াতি ভুয়ো সংস্থা দ্বারা বিনিয়োগকারীরা যখন প্রতারিত হচ্ছেন, তখন ঘুমিয়ে থাকা? নাকি আরও খারাপ এটা যে, উপর থেকে কোনও সংযত হাত এতে থাকা?’