এ যেন মগের মুলুক! এবার বিজেপি শাসিত হরিয়ানায় অফিসেই বসবে মদের আসর! হ্যাঁ, সে রাজ্যের বিজেপি সরকার কর্পোরেট অফিসের কর্মচারিদের জন্য এমনই সুযোগ দিচ্ছে। হরিয়ানায় যে নতুন আবগারি নীতি চালু করা হয়েছে তাতেই কর্পোরেট অফিসের কর্মীদের অফিসের ক্যান্টিনে বসে মদ্যপানের সুযোগ দেওয়া হয়েছে।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘদিন ধরেই অফিসের ক্যান্টিনে বিয়ার-সহ কম অ্যালকোহল যুক্ত মদ রাখার আর্জি জানানো হয়েছিল। ওই আর্জিতে শেষ পর্যন্ত সাড়া দিয়েছে হরিয়ানা সরকার। তবে অফিস ক্যান্টিনে মদ রাখার জন্য বেশ কয়েকটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে।
প্রথমত, অফিসের আয়তন হতে হবে ন্যূনতম এক লক্ষ বর্গফুট। ন্যূনতম পাঁচ হাজার কর্মী থাকতে হবে এবং ক্যান্টিন কিংবা খাবারের জায়গার জন্য দু’হাজার বর্গফুট জায়গা রাখতে হবে। ওই শর্ত পূর্ণ করা কর্পোরেট অফিস এল-এফ১০ শ্রেণিভুক্ত লাইসেন্স দেওয়া হবে। তবে সেই লাইসেন্স নেওয়ার জন্য প্রতি বছর গুনতে হবে ১০ লক্ষ টাকা! তাছাড়া অতিরিক্ত সিকিওরিটি হিসেবে জমা দিতে হবে তিন লক্ষ টাকা।