বিজেপিকে ধরাশায়ী করে কর্ণাটক দখলই শুধু নয়, একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে কংগ্রেস। তবে এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করতে গিয়ে বিপাকে পড়েছে দল। এরই মধ্যে এবার শিবকুমারকেই কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে দেখতে চাই বলে কংগ্রেস হাই কম্যান্ডকে সাফ জানিয়ে দিলেন কর্ণাটকের প্রদেশ সভাপতির ভাই সুরেশ। কর্ণাটকের মুখ্যমন্ত্রী কে হবেন, সেই সিদ্ধান্ত নিতে একাধিক বৈঠক করেছে কংগ্রেস নেতৃত্ব। সিদ্দারামাইয়া ও শিবকুমারের মধ্যে একজনকে বেছে নিতে বেশ বিপাকে পড়েছে কংগ্রেস, এমনটাই সূত্রের খবর। এহেন পরিস্থিতিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিবকুমার বলেন, ‘দলই আমার ভগবান। আমরাই দল বানিয়েছি, আমরাই দলের অংশ। আশা করি মা তাঁর সন্তানদের জন্য সমস্ত কিছু দেবেন।’
সম্ভবত মঙ্গলবারই কংগ্রেসের তরফে মুখ্যমন্ত্রী নাম চূড়ান্ত করা হবে। তার আগে সোমবারই দিল্লী পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী সিদ্দারামাইয়া। রাতের বেলা ডি কে শিবকুমার জানান, পেটের সমস্যার কারণে তিনি দিল্লী যেতে পারবেন না। যদিও মঙ্গলবার সকালেই দিল্লী পৌঁছেছেন তিনি। তবে শিবকুমারের আগেই দিল্লী পৌঁছেছিলেন তাঁর ভাই কংগ্রেস সাংসদ ডি কে সুরেশ। সোমবারই মল্লিকার্জুন খাড়্গের সঙ্গে বৈঠক করেন তিনি। তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাফ জানিয়ে দেন, ‘আমার দাদাকেই মুখ্যমন্ত্রী পদে দেখতে চাই।’ এই বক্তব্যের পরেই মঙ্গলবার দিল্লীর উদ্দেশে রওনা দেন শিবকুমার। তার আগেই বলেন, দলকে ব্ল্যাকমেল করবেন না তিনি। পিছন থেকে ছুরি মেরেও নিজের স্বার্থসিদ্ধি করবেন না।