আগামী ২৭ মে নীতি আয়োগের বৈঠক রয়েছে। আর গতকালই সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে দিল্লী যেতে পারেন তিনি। জানা গিয়েছে, বৈঠকে যোগ দিতে ২৬ মে দিল্লী যাবেন মমতা। বৈঠকের পর ২৮ তারিখ তাঁর দিল্লী থেকে ফেরার কথা। তবে তৃণমূল সূত্রে খবর, দিল্লী থেকে কলকাতায় ফেরার সময়ে ২৮ মে মমতার বিমান পাটনায় হল্ট নিতে পারে। মুখ্যমন্ত্রী নিজেই এ ব্যাপারে কথা বলছেন।
কিছুদিন আগেই বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব নবান্নে এসে তৃণমূল নেত্রীর সঙ্গে বৈঠক করেন। চব্বিশের লোকসভা ভোটের আগে বিজেপি বিরোধী আঞ্চলিক দলগুলিকে একজোট করে বিরোধী জোটের সলতে পাকানোর ব্যাপারে মমতা-নীতীশের মধ্যে কথা হয়েছে। সূত্রের খবর, তখনই ঠিক হয়েছিল যে, মে মাসের শেষে পাটনায় একটি বৈঠক ডাকবেন নীতীশ কুমার। যেখানে অবিজেপি দলগুলির নেতা-নেত্রীরা উপস্থিত থাকবেন। ওই বৈঠক ২৮ বা ২৯ মে হতে পারে। তবে তা এখনও চূড়ান্ত হয়নি। এমনিতে নীতি আয়োগের বৈঠকে মমতা, নীতীশ দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সেদিন বিশেষ আলোচনার সুযোগ নেই। তা ছাড়া বৃহত্তর জোট বার্তাই দিতেই পাটনায় শীর্ষ বৈঠক আয়োজনের চেষ্টা চলছে।