এর আগেও রাজধানীর একাধিক স্কুলে বোমাতঙ্কের ঘটনা ঘটছে। এবার ফের সাত সকালে বোমা হামলার হুমকি দিল্লীর এক স্কুলে। মঙ্গলবার সকালে দক্ষিণ দিল্লীর পুষ্প বিহারের অমৃতা স্কুলের কর্তৃপক্ষের কাছে একটি ই-মেল আসে। সেই ই-মেলে জানানো হয় স্কুলে বোমা রাখা হয়েছে। তারপরই পুলিশকে খবর দেওয়া হয়। স্কুল চত্বরে পৌঁছয় বম্ব স্কোয়্যাড। তবে গোটা বিল্ডিংয়ের তল্লাশি চালিয়েও কোনও বোমা মেলেনি।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, দিল্লীর পুষ্প বিহারে অমৃতা স্কুলে সকাল ৬ টা ৩৫ নাগাদ একটি হুমকি মেইল আসে। সেখানে জানানো হয়, স্কুলে বোমা রাখা হয়েছে। এরপরই স্কুল কর্তৃপক্ষ পুলিশকে জানায়। খবর পেয়ে ঘটমাস্থলে যায় পুলিশ। সঙ্গে পৌঁছায় বম্ব স্কোয়াডও। পুলিশ জানিয়েছে, স্কুল চত্বরে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই গোটা স্কুল বিল্ডিং খালি করে দেওয়া হয়।