খাতায় কলমে নাম ‘হোন হাই টেকনোলজি গ্রুপ’। সারা বিশ্ব যদিও তাকে চেনে ‘ফক্সকন’নামেই। অ্যাপল থেকে ব্ল্যাকবেরি, নোকিয়া থেকে শাওমি, গুগল থেকে সোনি অবধি পৃথিবীর সেরা ইলেকট্রনিক্স ব্র্যান্ডের বিভিন্ন যন্ত্রাংশ তৈরি হয় তাদের হাতেই। বার্ষিক রাজস্ব প্রায় ১৭৫ বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি, কর্মীসংখ্যা বারো লক্ষেরও বেশি। বলা হয়, তারা পৃথিবীর অন্যতম বৃহৎ ‘এমপ্লয়ার’। আইফোনের অন্যতম প্রধান যন্ত্রাংশ ‘সাপ্লায়ার’ তারাই।
এবার সেই ফক্সকনের একটা উৎপাদন কেন্দ্র খুলতে চলেছে ভারতের তেলেঙ্গানায়। সোমবার এক টুইটে এমনই সুখবর শুনিয়েছেন তেলেঙ্গানার তথ্যপ্রযুক্তি-মন্ত্রী কে টি রামা রাও।
একসময় সারা দেশে বিনিয়োগ মানেই ছিল গুজরাত। অন্তত নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে গুজরাত মডেলের সেই ধারণাই জনমানসে প্রবলভাবে রয়েছে। হয়েছে একের পর এক ‘ভাইব্র্যান্ট’ সম্মেলন। কিন্তু এবার সেখানে গুজরাতকেও টেক্কা দিয়ে দিল তেলেঙ্গানা।
ফক্সকন যদিও এদেশে ব্যবসা করছে সেই ২০০৬ সাল থেকে। সম্প্রতি এক বার্তায় ফক্সকনের চেয়ারম্যান ইয়ং লিউ জানিয়েছেন, ভারতে তাঁরা দীর্ঘদিন ধরে ব্যবসা করে এখানকার শ্রমিক, কাজের পরিবেশ, মেধা, বাজার, সরবরাহ-ব্যবস্থা ইত্যাদি সবকিছু নিয়েই অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। যা তাঁদের আরও উন্নত পরিষেবা দিতে সাহায্য করেছে।
এবার তেলেঙ্গানায় বিপুল বিনিয়োগ করে সেই বার্তাতেই কার্যত শিলমোহর দিল ফক্সকন। মন্ত্রী কে টি রামা রাও (কেটিআর) জানিয়েছেন, প্রথম দফাতেই প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে ফক্সকন। চাকরি পাবেন ২৫০০০-এর বেশি মানুষ। হায়দরাবাদের কাছেই রঙ্গ রেড্ডি জেলার কোঙ্গর কলানে এই কারখানা গড়ে উঠেত চলেছে।