আবহাওয়া পরিবর্তন হতেই দেশজুড়ে বাড়তে শুরু করেছে জ্বর-সর্দিকাশি-শ্বাসকষ্টজনিত সমস্যা। আর এরই মধ্যে নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা। যার ফলস্বরূপ ভারতে হু হু বৃদ্ধি পেতে শুরু করেছিল সংক্রমণ। তবে অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে তা। এবার আরও কমল দৈনিক আক্রান্তের সংখ্যা।
সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৮০১ জন। এবং করোনায় মৃত্যু হয়েছে ৮ জনের। এর ফলে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৩১ হাজার ৭৭৮। অন্যদিকে, পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৪৪ লক্ষ ৩৫ হাজার ২০৪ জন করোনা মুক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৮১৫ জন। সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৮.৭৮ শতাংশ। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা ১৪ হাজার ৪৯৩ জন।