কর্ণাটকের মুখ্যমন্ত্রীর সিংহাসনে কে বসতে চলেছেন? শনিবার দক্ষিণ ভারতের এই রাজ্য জয়ের পর কংগ্রেস তো বটেই, রাজনীতির ময়দানেও এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। ডিকে শিবকুমার না সিদ্দারামাইয়া? কর্নাটকের মুখ্যমন্ত্রী হিসাবে কাকে বেছে নেবেন কংগ্রেস নেতৃত্ব? এই নিয়ে জোর আলোচনা চলছে। রবিবার রাতে বেঙ্গালুরুর এক পাঁচতারা হোটেলে মুখ্যমন্ত্রী বাছাই করতে বৈঠকে বসেছে কংগ্রেসের পরিষদীয় দল। নতুন মুখ্যমন্ত্রী কে হবেন, তা বাছবেন দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বৈঠকে এই প্রস্তাবই পাশ হয়েছে। এর মধ্যেই সে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের দিন জানা গেল।
জানা গেছে, আগামী বৃহস্পতিবার কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার শপথগ্রহণের অনুষ্ঠান। গান্ধী পরিবারের সদস্যরা যোগ দেবেন শপথ অনুষ্ঠানে। থাকবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। কর্নাটকে কংগ্রেস সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণ জানানো হবে সমমনোভাবাপন্ন দলগুলিকেও। কংগ্রেস সূত্রে এমনটাই জানা গিয়েছে।
শনিবার বিজেপিকে টেক্কা দিয়ে ১৩৫টি আসনে জিতে কর্ণাটক দখল করেছে কংগ্রেস। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে যা শতাব্দীপ্রাচীন দলের জন্য বাড়তি অক্সিজেন জুগিয়েছে। ভোটের ফল প্রকাশের পরই মুখ্যমন্ত্রী কে হবেন, এই নিয়ে আলোচনা শুরু হয়েছে।